Top today
বসন্ত ও ভালোবাসা
আজি ফাল্গুন এসেছে,
ফুলের রঙে হৃদয় হরিছে।
টিএসসি চত্ত্বরে ললনার ভীড়,
বইমেলা মুখরিত পাঠকের নীড়।
আমি বসে শুধুই অপেক্ষায়,
মোর হৃদয়ের ফাল্গুনের চেতনায়।
ভালোবাসা জীবিত থাক আমরণ,
বন্ধু তুই মোর প্রেরণার সমীরণ।
আজ ভালোবাসা দিবস সকলের,
তুই মোর বন্ধু ধরণীতে চিরকালের।