Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সময়ের কাছে ক্ষমা প্রার্থনা ।

: | : ১৪/০২/২০১৪

আজকাল সময়ের কাছে একপ্রকার বন্দী হয়ে পড়েছি । নিজের কর্ম, অযাচিত ভাবনা, ব্যস্ততা, পারিবাবিরক দায়বদ্ধতা সবকিছু মিলে নিজের বাড় বাড়ন্ত সময়কে ক্রমেই সংকুচিত করে ফেলছি । তারপরও মোটের উপর কোন সময় যদি পেয়েও যাই তাকে কাগজ কলমে টেনে আনবো এমন শক্তি পাই না । শারীরিক ক্লান্তি যতটা না আমাকে পেয়ে বসে তারচেয়ে অনেক বেশী মানসিক অবসাদ পেয়ে বসে । বুকের কোথায় যেন একটা শূন্যতা আমাকে নিশ্চুপ রাখে । মাথাকে অকেজো করে তুলে ।

 

আবেগশূন্য থাকার চেষ্টা নিস্ফল যাওয়ার পর ক্লান্তিহীন আবেগ আমাকে আমার সময়ের কাছে ঋনী করে তুলছে । মুক্তির বিলক্ষন কোন সম্ভাবনা আমাকে আশাতীত করে না । আমি ক্লান্ত শ্রান্ত পথে চেয়ে চেয়ে দেখি আমার হারিয়ে যাওয়া নিজস্ব বলয়, নিজ অধ্যায় ।

 

আমি নিজেও জানি না আমার এমন পরিবর্তনে আমি কতটা সুখী কতটা অসুখী ।

 

মাঝে মাঝে ভাবি আমার সমস্ত ইচ্ছা অনিচ্ছার সবটুকু নিয়ে যদি আমার জীবন হতো তবে কি সুখী’ ই না হতাম । কিন্তু জীবন যে আদর্শ মাপকাঠির নিক্তিতে তূল্য পরিমানে বিশ্লেষিত তাতে আমার ভাব ভাবনার অবকাশ কই !

 

তাই বয়ে চলা ব্যস্ততায় ভীষন অভ্যস্ত আমি কোন প্রতিকার না খুঁজে নিশ্চুপে সময়ের কাছে নিজেকে সমর্পন করি । সময় ক্ষমা করো , তোমার সাধ ও সাধ্যের সীমাবদ্ধতার মাঝে ।

 

 

…………নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top