একটি রাত…………
টিক টিক করে ঘড়ির কাঁটা এগুচ্ছে
ক্রমেই একটু একটু করে রাত বাড়ছে,
ঘড়ির কাঁটার টিকটিক এর চেয়ে মনে হচ্ছে,
আমার হৃদযন্ত্রের কাঁটাই ধড়াস ধড়াস করে বেশী বাড়ি দিচ্ছে।
কত রোগী আসছে – যাচ্ছে …….
ওটি তে রোগীরা ভয় ভয় দৃষ্টি নিয়ে হেঁটে যাচ্ছে,
বের হচ্ছে যেনো জিন্দা লাশ হয়ে
ব্যথায় কাতরাচ্ছে, মাঝে মাঝে চোখ পিটপিট করে
প্রিয়জনদের দেখছে চেয়ে চেয়ে ।
পাশের ওটি থেকে ভেসে আসছে মধুর কান্নার শব্দ
ওঁয়া ওঁয়া করে জানান দিচ্ছে নতুন অতিথি
তোমাদের পৃথিবীতে কেন আনলে আমায় ?
কান্না দিয়ে বুঝাচ্ছে সে, যেন নতুন পৃথিবীর প্রতি সে ক্ষুব্ধ ।
ওঁয়া ওঁয়া করে গগন বিদারী কান্নায়
কামরাটা সে মাথায় তুলছে,
তাঁর কান্না দেখে হাসছে সবাই
মিষ্টি বিতরণ চলছে।
এইতো নিয়ম পৃথিবীর…. এসেছে সে সবার মাঝে
নিজেকে কান্নায় ভাসিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে,
আবার হঠাৎই একদিন সে হাসিমুখে নেবে চির বিদায়, পৃথিবী থেকে
সবাইকে কান্নায় ভাসিয়ে।
এ মুহুর্তে খুব মনে পড়ছে আমার আত্মজদের
অপেক্ষার প্রহরগুলোয়, এভাবেই
ক্রমে ক্রমে রাত শেষ হয়ে নতুন আলোয়
ফুটে উঠছে প্রত্যাশিত একটি ভোর।