Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চিহ্নহীন জীবন

: | : ১৫/০২/২০১৪

চারি দিকে একি জলের হড়হড় ডাক

বৃষ্টির এমন উত্তাল কেন জানি না–

বর্ষার মুখ অনেক দিন দেখি নি তবে

আমার উঠোনে আজ ঢেউয়ের মেলা।

 

থৈ থৈ–অথই ভালই তবে লাগবে জানি

একদিন ভাসাবে ধরণী–নিয়ে যাবে একান্তে

আমার আঙিনা শূন্য পড়ে থাকবে একা

শেওলার ডাঁটায় আর বসবে না ফড়িং।

 

বৃষ্টির কাছে আমরা আজীবন ঋণী

প্লাবনে প্লাবনে ধুয়ে যাবে পৃথিবীর গ্লানি

যেদিন আর থামবে না আকাশের কান্না–

বাতাস আর বইবে না–বিচ্ছিন্ন ঠিকানা।

 

তবে কেন এতসব এপারে কাড়াকাড়ি

অর্থকড়ি আসনের মোহে ভুলে যাচ্ছি সব

চিহ্নহীন জীবন একটিমাত্র দিনের ভ্রমণ

হারিয়ে গেলে ফিরে আসে কি জিন্দেগি।

 

২৩ শ্রাবণ, ১৪১৯–

চট্টগ্রাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top