Top today
আশাহত আজ আমি
আশাহত আজ আমি
হতাশার পূর্ণ ছাপ দেখি,
একি হতাশা তুমি?
আশায় বসে থাকি
দেখি সব নিরাশা
একি জীবন ব্যবস্থা?
হতাশ আজ হতাশ আজ
যা ভাবি তার শুধু
উল্টো আজ।
আশাহত আজ আমি
দেখি সব নিরাশার আলো,
এখনি যদি হতাশ
তবু কেন দেখি আশার আলো?
অন্ধকারে যেন ডাকে আমায়
আলোর পথে হয়ে যায় বিচ্ছিন্ন।