Top today
অনুভব
কখনো অনুভব হয়
আমার মুখ দিয়ে তুমিই কথা বলছ
আমার কান দিয়ে তুমিই শুনছ
আমার হাত দিয়ে তুমিই সব কিছু করছ
আমার পা দিয়ে তুমিই হেঁটে চলছ
আমার মন-মগজ দিয়ে তুমিই চিন্তা করছআমার চক্ষু দিয়ে তুমিই দেখছ
আবার কখনো মনে হয়
তোমার মুখ দিয়ে আমি কথা বলছি
তোমার কান দিয়ে আমি শুনছি
তোমার হাত দিয়ে আমি সব কাজ করছি
তোমার পা দিয়ে আমি হেঁটে চলছি
তোমার মন-মগজ দিয়ে আমি চিন্তা করছি
তোমার চক্ষু দিয়ে আমি সব কিছু দেখছি
আবার কখনো অনুভব হয়
তোমার মুখ দিয়েই তুমি সব কিছু বলছ
তোমার কান দিয়েই তুমি শুনছ
তোমার হাত দিয়েই তুমি সব কাজ করছ
তোমার পা দিয়েই তুমি হেঁটে চলছ
তোমার মন-মগজ দিয়েই তুমি চিন্তা ভাবনা করছ
তোমার চক্ষু দিয়েই তুমি দেখছ
মাঝখানে আমার কোন অস্তিত্বই নেই।