Top today
কফি শপে একদিন …………..
হঠাৎই সেদিন
এসেছিলো সুদিন
জানালে আমন্ত্রন
মনে বাড়ে উত্তেজন
নিমন্ত্রণ কফি শপে
ভাল লাগায় বুক কাঁপে
দাঁড়িয়ে অপেক্ষা
বাড়ে দেখার আকাঙ্ক্ষা
দুর থেকে
চোখ রেখে
আছো দাঁড়িয়ে
দুহাত বাড়িয়ে
প্রতিক্ষার অবসান
দৃষ্টি উজ্জল শোভমান
দুজন রিক্সা নিয়ে
দেখি চারপাশ চেয়ে
থামলো শপের সামনে
আনন্দ উড়ে পবনে
পরিবেশ মনোরম
কৃত্রিম ঝরণা ঝমঝম
ভিতরটা আলো আঁধারি
সামনে মুখটি ভাসে তারই
খুশির এই ক্ষণটি
হিল্লোলিত মনটি
কথা হলো, হলো গপসপ
স্মৃতিতে অম্লান কফিশপ
এলো বিদায়ক্ষণ
ব্যথায় ভারাক্রান্ত মন
অনেক ভালবাসা জানিও
ফের নিমন্তন্ন রাখিও
হবো বড়ই প্রীত
অন্তর থেকে আদৃত।
====================
কাল্পনিক
বাপের জন্মেও কফি শপে যাইনি।
এ্যানিমেশন নেট থেকে সংগৃহীত……….