Top today
আমরা গরীব, আমাদের ধিক দিবে না
আমরা গরীব,তোমরা ধনী
আমরা থাকি জীর্ণ কুটিরে
তোমরা থাক অট্টালিকায়,
আমাদের ঘর নড়বড়ে
একটু বাতাসে হেলে পড়ে।
তোমাদের ঘর মজবুত
ভূমিকম্প হলেও হয় না কিছু তাতে।
এই কি মোদের ব্যবস্থা
ধনীরা শুধু আরও ধনী হবে
গরীবরা আরও গরীব।
তোমাদের এ রীতি চলবে না আর
আসছি আমরা তাড়াতাড়ি।
আমাদের শোষণ করে
আমাদের পরিশ্রমে
তোমরা আজ প্রতিষ্ঠিত
তোমরা আজ ধনী।
তোমাদের অহংকারে
তোমরা আত্নহারা
গরীবদের কর অবহেলা,
যে গরীবের মাথার ঘামে
তোমরা আজ প্রতিষ্ঠিত
ধিক দাও তাদের,
কেন বুঝি না?
ধিক দিতে হলে
তোমাদের দাও
বিনা অন্যকে কেন?
গরীবরা আর পিছিয়ে নেই
ধিক দেওয়ার সময় শেষ
ভাঙ্গবে ওরা পরাধীনের শিখল
আনবে স্বাধীনতা।
ধিক দিবে তোমাদের
তখন কেমন হবে বল?
ধনী গরীবের পার্থক্য করো না,
সাবধান করে দিচ্ছি
আমরা গরীব,আমাদের ধিক দিবে না।