Top today
ভালবাসি তোমাকে
কতো যে ভালবাসি আমি তোমাকে ,
হয়তো পারিনি তা আজো বোঝাতে !
সৃষ্টি নদীর ঐ দূর পাহাড়ে ।
কুলকুল বয়ে চলে নদী আপন ধারাতে ।
নদীকে সাগর বুকে জড়িয়ে ধরে ।
ভালবাসা দেয় যেন উজাড় করে ।
আমিও সাগর ওগো নদী তোমাকে ।
ভালবেসে দিয়েছি ঠাই আমারই বুকে ।
চেয়ে দেখো বিশাল ঐ আকাশে ।
শুভ্র মেঘের ভেলা যায় কেমনে ভেসে !
সুদূর দিগন্তে মেঘ মিলেমিশে ,
একাকার হয় যেন ভালবেসে ।
আমিও আকাশ হয় মেঘ তোমাকে ।
ভালবেসে জড়িয়েছি আমারই সাথে ।
____________ *********** ____________________