প্রতিক্ষায় ছিলাম
তুমি আসবে বলে প্রতিক্ষায় ছিলাম,
সারা রাত নয়নের দু’পাতা বন্ধ করিনি ।
তুমি আসবে বলে নির্ঘুম রজনী অনুভব করিনি,
পূবের জানালা খুলে ভোরে সূর্য উদয় দেখিনি ।
দখিনা বাতায়নে ফুরফুরে হাওয়া
গায়ে স্পর্শ করতে দেইনি তোমার স্পর্শ পাব বলে।
তুমি আসবে বলে প্রতিক্ষায় ছিলাম বনে –
জোনাকির আলো আধাঁরি খেলা,
রুপালী চাঁদের জোৎস্নায় স্বচ্ছ জল টলমল,
বাতায়নে ভেসে আসা রজনীগন্ধার ঘ্রাণ
একা একা অবলোকন করিনি,তুমি সাথে থাকবে বলে।
তুমি আসবে বলে-
দেহে উত্তাপ, কনকনে শীতে গরম কাপড় পড়িনি,
লাল শাড়িটি বার বার ছুঁয়েছি পড়ব বলে
আয়নার সামনে নিজেকে দেখেছি বার বার,
পরিপাটি করতে চেষ্টা করেছি কতবার।
মিমুগ্ধ নয়নে আমাকে দেখবে বলে
কপোলের টিপ এটেছি বড় করে ।
কোকিলের কূহুতান শুনতে চাইনি
তোমার কন্ঠের স্বর শুনব বলে।
তুমি আসবে বলে –
নীল খামে চিঠিখানা পোষ্ট করিনি।
তুমি এলে না ।। কেন এলেনা ?
জানিন…।
প্রতিক্ষা, বড়ই ক্লান্তময় বেদনা
বিমর্ষ,একা, বড়ই একার যাতনা।
শরীরে প্রচন্ড শীত অনুভূত হয়
আয়নাটা কি মলিন হয়েছে না চোখটা ঝাপসা ?
দখিনের বাতায়নের হাওয়া ঠিকই বয়
শুধু আমার মাঝে দেয় বেদনার দোলা ,
নীল খামের মোড়ানো চিঠিখানায়
সংযোজন করেছি কিছু কথা মালা ।
তুমি এলেনা, দেখলাম না তোমার হাসি,
বলতে পারলাম না তোমায় ভালবাসি।।