মন কেনো এমন ………
জেনেও মন কেনো হয় নষ্ট
অযাচিত দু:খগুলো উড়ে উড়ে এসে
জীবনে বাড়ায় শুধু কষ্ট।
যার যা নিয়ে ভাল থাকতে মন চায়
সে থাকুক না তার মত করে,
সে যেটাতে সুখ পায় ।
আমার ভাল লাগাটুকু হয়তো
মন ছোঁতে পারেনি তোমার, তার
জানি অনুভূতিগুলো তাদের জন্য নয়তো।
সবই জানে এ মন
বুঝেও কেনো মনের আকাশে মেঘ জমে
নিকষ কালো হয় সুন্দর ক্ষণ।
আমি হাসতে ভালবাসি
সব কিছুতেই আনন্দ খুঁজে নেই
আর তাদের মুখে থাকে কদাচিৎ হাসি।
মন এই খবরও রাখে
সহজেই তাদের মনে আনা যায় না উচ্ছাস
তারপরও মন কেনো নিরবে তাদের ডাকে।
আমার ভাললাগা ভালবাসা কিসে
আমাকেই খুঁজে নিতে হয়, নেই
জেনেও সব, মন ভরে কেনো বিষে।
সবাই বলে কিসের এতো দু:খ-টু:খ
আর কেনোই বা এতো মন খারাপ
কেনো জীবনকে করে রাখ রু:ক্ষ-সু:ক্ষ।
কেনো কেঊ বুঝে না, মানুষ তো আমি
পাথরও তো নই, মনও বুঝি একটা আছে
তাই আমার দু:খগুলোও আমার কাছে দামী।
সবাই দু:খ পায়, সব মানুষই দু:খ পায়
আমিও তার ব্যতিক্রম নই
মন জানে, আমার দু:খ দিয়ে কার কি আসে যায়?
ধরো তার, তাদের আমি অসংখ্যবার খবর নিলাম,
ভালো থাকা মন্দ থাকা নিয়ে ভাবলাম
আশা তো থাকবেই যে,
একটিবার হলেও বলুক তারা, ভাল আছি কি বা ছিলাম।
জানি আমি, জানে আমার অন্তর
সবার জীবনে সব কিছু হয় বা পায় না
তবুও কেনো জীবনে শুধুই ধূঁ ধূঁ প্রান্তর।
কেনো কেউ বুঝ না, আমারও মন আছে
ভালবাসা, সহানূভুতি, মমতা পাওয়ার অধিকার আমারও আছে
কেউ অপেক্ষা করুক, কেউ বলুক আমি আছি পাশে তোমার,
আমারও তো এসবই মন যাচে।
মন কেনো এমন হবে
কেনো বৈশাখী ঝড়ে উড়ায়ে দিতে পারি না সব অযাচিত পাওয়া
যা হবে না, যা পাবে না, তবু কেনো মন প্রতিক্ষায় রবে?
===================================
এ্যানিমেশন নেট সংগৃহীত………..