Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

একুশে ফেব্রুয়ারির স্মরণে!

: | : ২০/০২/২০১৪

একুশের স্বরণে!

একুশ আসে আবার একুশ যায়,
শহীদ ভাইদের স্মৃতি মুছে যায়নি।
কৃষ্ণচুড়ার ফুলের সেই রক্ত লাল,
ছেঁয়ে যাওয়া এখনো বদলায়নি।
আমার ভাইদের সেই রক্ত ঝরানো,
স্মৃতিময় দিনটাকে আমরা এখনো ভুলিনি।
আমার ভাষা, এই বাংলা ভাষার মতো,
এমন মধুর ভাষা কোথাও দেখেনি।

একুশ আমার, একুশ তোমারও,
একুশ আমাদের সবার স্মরণীয় একটি দিন।
ভাষার জন্য আমার ভাইয়েরা,
বুকের রক্ত দিয়ে জীবন দিয়েছিল সেইদিন।
আমাদের মত করে ভাষার জন্য জীবন দিতে,
দেখেনি তো কোথাও এই পৃথিবীতে।
পৃথিবীর অন্য কোথাও দেখেনি তো,
এমন করে ভাষাকে ভালবাসতে।

একুশের রক্তাক্ত করুন আবেগ,
যেন আমাদের সবার ভাবনায়।
আমাদের সবার ভালবাসা যেন,
প্রাণ প্রিয় আমার এই বাংলা ভাষায়।
একুশ আমার ভাইয়ের, একুশ আমার মায়ের
যে দিনটিকে নিয়েই আমরা সবাই র্গবকরি।
একুশ আমার মাতৃভাষা, যে ভাষায়,
আমরা সবাই মনের কথা বলতে পারি।

আমার ভাইয়েরা ভাষার জন্য,
দিয়েছিল পেতে, তাদের মহান বুকটা।
শহিদ মিনারের গায়ে যেন চিরকালের জন্য,
আটকে গিয়েছিল ঐ রক্তিম লাল সূর্যটা।
একুশ হলো মায়ের ভাষা প্রাপ্তির মাস,
সেই তো আমাদের চির গৌরবের মাস।
মাতৃভাষাকে বাঁচাতে গিয়ে বাংলার মাটিতে,
লুটে পড়েছিল এই বাংলার বুকে হাজারো লাস।

বাংলা ভাষা যে আমার অহংকার,
নিজের করে পেলাম তাকে এই বাংলায়।
রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষাকে,
জাগ্রত করি আমাদের চেতনায়।
আমি ভালবাসি আমার সেই ভাইদের,
তেমনি ভালবাসি আমার ভাষাকে।
যারা জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছে,
আমাদের প্রিয় ভাষা এই বাংলাকে।
একুশের এইদিনে আমার ভাইদের,
রক্তের বন্যা বয়েছিল এই বাংলার বুকে।
তাইতো আমরা প্রতিবছর এই নগ্ন পায়ে,
ছুটে যাই ঐ মহান শহীদ মিনারের দিকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top