Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

খই ফুটে ফুল ঠোঁটে

: | : ২০/০২/২০১৪

 

মানে অভিমানে খুব
রেগে গেছো তাই
কথা বলা বন্ধ দু’দিন
যেন দুই যুগ হায়,
খইয়ের মতো তবু
কথা ফুটে মনের গভীরে
সবুজ কুঞ্জে হৃদয় রাঙে
গো-ধূলি আবিরে,
রাঁধো সুখে বাড়ো দুঃখে
মন কাঁদে কাথার ভারে
আকু পাকু দু’টো রূপোর পাখী
সোনার খাচায় বন্দী হয়ে মরে,

 

দূর আকাশের নীলে
চাঁদ এলে তারা জ্বলে
খই ফুটে ফুল ঠোঁটে
নকশী কাঁথার তলে,
চুমু হয়ে কথা ঝরে
তোমার রসালো ঠোঁটে
উত্তরের ঝড়ে দক্ষিণের নদীতে
উত্তাল জোয়ার উঠে,
লাগাম ছাড়া দেহের ঘোড়া
দিক বিদিকে ছুটে
সামনে নদী সাগর পাড়ি
সাঁতার তাতে কাটে,
রাতের আঁধারে
সাগর সাঁত্‌রে
ধূয়ে যায় সব গ্লানি
জেগে দেখি ভোরে
তোমারই বাহু ডোরে
শুয়ে আছি আমি।

 

=========================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top