Top today
জেগে আছি এখনও
জেগে আছি এখনও , যদিও
প্রহরের পর প্রহর নিশি যায়
নক্ষত্র মালা ধরে নানা রঙ
আদমসুরত , কালপুরুষ ক্ষণে ক্ষণে বদলায় স্থান
শুকতারা করে উঠি উঠি
হঠাত ধূমকেতুর দুরন্ত চলা ভাবনারে করে এলোমেলো
ইচ্ছে ঘুড়ি মেলে পুচ্ছ
লাল ,নীল, হলুদ কাতান পরে
সহসাই আজিব উষ্ণতা ঘিরে ধরে, এই ঊষর মনে
কলকণ্ঠ সেই আগের মতই এখনও ডাকে
বিহঙ্গম ফিরে আসে নীড়ে
রিমঝিম শব্দে বৃষ্টিরা প্রশান্তির ঢেউ তুলে, অথচ
শেষ হয়নি আজও আমার অপেক্ষার প্রহর !!!