Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আবারও সময় আসবে ……..

: | : ২১/০২/২০১৪

আবারও সময় আসবে
স্বপ্নগুলো হাওয়ায় ভাসবে।
থাকবে আলো আঁধারির লুকোচুরি
এক একটা স্বপ্ন হবে এক একটা নূড়ি।
স্বপ্নগুলো ধরবো আমি হাতড়ে হাতড়ে
আলো ছায়ায় বেড়াবো সাঁতরে সাঁতরে।
রাতটা ক্রমেই যদি হয় কালো নিকষ, নিরব
জাগিয়ে আমি রাখবই, রাত্রিজুড়ে স্বপ্ন থাকবে সরব।
অন্তত সেই নিকষ রাত্রিতে পরস্পরের প্রতি রাখব বিশ্বাস
পালিয়ে যেতে দিব না, এইটুকু দিতে পারি আশ্বাস।
কোনোপ্রকার বিচার বিবেচনাহীন হয়ে লড়বে তুমি আমার সাথে
আমার স্বপ্নকে জড়িয়ে ধরে তুমি নিশ্চিন্তে শুতে পারো সেই স্বপ্ন রাতে
হ্যাঁ, আসবেই আসবে সেই ক্ষন
এবং, বৃথা যেতে দিবো না, স্বপ্ন করবই মুঠোবন্দি, এই করলাম পণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top