Top today
চেনা ছড়া – ৫
চেনা ছড়া
(১৭)
খুকুমণি শুধায় মাকে,
“রাজনীতিবিদ দল,
নামলে মাঠে কোনটা খেলে
ক্রিকেট না ফুটবল?”
(১৮)
সরকারী এক কর্মী বলে,
“এটাই আমার আইন,
বিনা ঘুষে ফাইলে আমি
করি নাতো সাইন।”
(১৯)
তরকারীটা খেতে মোটেও
লাগে নাতো ঝাল।
গুঁড়ো মরিচ রং মেশানো
দেখতে শুধুই লাল।
(২০)
ভুলেও মুখে নেয় নাতো কেউ
গ্রামে যাওয়ার নাম,
মুখে সবাই বলেই খালাস
“আমার শ্যামল গ্রাম”।
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।