চিন্তার কথা
বাড়ির মালিক নেই! শওকত আলী বেনু ভাই খুবই চিন্তায় ফেলে দিলেন।
বাড়ির মালিকের কি অসুখ করলো নাকি ? আমাদের দেখতে যাওয়া দরকার।
চলেন সবাই মিলে খুঁজতে বের হই। আমাদের প্রিয় আনোয়ারুল হক ভাইকে অশেষ ধন্যবাদ চলন্তিকা পরিচালনা করার জন্য এবং নতুন আঙ্গিকে চলন্তিকা আসছে সে আশার বানী শুনানোর জন্য।
কিন্তু বর্তমানে খুবই চিন্তায় আছি যে, সে কি “চলন্তিকা অবসরের সঙ্গী” ছাপাতে গিয়ে কোন বিপদে পরলেন কিনা। সে যত সংখ্যা ছাপাতে চেয়েছিলেন তার চেয়ে বেশি সংখ্যা কেনার কথা ব্লগার ভাই বোনেরা মত প্রকাশ করেছিলেন।
আমরা আশা করেছিলাম তার কথা তিনি রাখবেন। তিনি তিনবার নোটিশ করেছিলেন তার পরিকল্পনা এবং প্রকাশের তারিখ এবং মূল্য নিয়ে । যাই হোক তার সুস্থতা কামনা করছি ।
মতামত প্রকাশ না করতে পারলে মনে হয়না যে ব্লগে আছি। আর শওকত আলী বেনু ভাইকে বিশেষ ধন্য বাদ আমার নাম তার লেখায় স্থান দেয়ার জন্য
আর ভাইকে একটু বলতে চাই অভাগার নাম : মো: মালেক জোমাদ্দার।
সকল লেখক/কবিকে আমার শ্রদ্ধা ভালবাস রইল।