Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কোন দিন ভুলে যেও না

: | : ০২/০৩/২০১৪

কোন দিন ভুলে যেও না
-মোঃ ওবায়দুল ইসলাম

(যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, তখন হঠাৎ মিতার বিয়ে হয়ে গেল, বাংলা ১০ শ্রাবণ । বিয়ের স্মৃতি রাখার জন্য মিতাকে দেব বলে একটা উপহার সংগ্রহ করে রেখেছিলাম, তাতে লিখেছিলাম এ কবিতা। শিরোনামও এটাই ছিল।)

তোমার স্মৃতি, কত প্রীতি
. . . তা তো ভোলার নয়,
যদি কোন দিন ভুলেও যাই
. . . সেদিন যেন মরণ হয়।

ভাল যদি বাস তবে
. . . চির দিনের তরে
বেধেঁ ওগো রাখ তবে
. . . তোমার বুকের ঘরে।

চিরদিন যেন থাকতে পারি হে
. . . তোমার ভালবাসা ধরে,
এ বাঁধন যেন ছিন্ন না হয়
. . . . মরনের ও পরে।

এই মন, এই প্রান সকলি
. . . . যে তোমার, দিলাম আর-
অশ্রু ভেজা, ক্ষুদ্র আর তুচ্ছ
. . . . . . এই টুকু উপহার।

৩০ বিজয় নগর, ঢাকা।
২৫ জুলাই ২০০৮।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top