Top today
জল পতনের শব্দ
১
এখনও চেয়ে আছি তোমার দিকে
এখনও হয়নি সোনা রঙ ফিকে !
হাতি ঘোড়া গেল তল
তবু আমি বলি গড়াবে
আর কত জল ?
২
জল পতনের শব্দ আজি
বাজুক আমার কানে
চলন্তিকা ভরে উঠুক
হাসি আর গানে !
১
এখনও চেয়ে আছি তোমার দিকে
এখনও হয়নি সোনা রঙ ফিকে !
হাতি ঘোড়া গেল তল
তবু আমি বলি গড়াবে
আর কত জল ?
২
জল পতনের শব্দ আজি
বাজুক আমার কানে
চলন্তিকা ভরে উঠুক
হাসি আর গানে !