Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি হলে সুখী

: | : ০৭/০৩/২০১৪

তুমি হলে সুখী
– মোঃ ওবায়দুল ইসলাম।

দৌড়ালাম তোমার পিছু পিছু
আমার সর্বশক্তি বিনাশ হল, তারপরও;
তোমাকে ছুতে পারলাম না।
আমি ক্ষান্ত, ক্লান্ত। সাধও মিটল
যখন সাধ্যরা নিঃশেষ। আর যত তোমার ভয়;
তোমাতে রইল আমার এ মন, আত্মা, আমাতে নয়।

তুমি বিয়ে করলে মাষ্টারকে, আমি মাষ্টারের মেয়ে
জীবন বহমান নদী, চলছে তো
অথচ ভাল বাসাবাসি। স্বপ্ন দেখিঃ-
বিশের শূণ্য বাদ, পরে সন্তান
মেয়ে তোমার ডাক্তার হবে, ছেলে হবে কবি
বৃথা আশায় বুক বাধা আর যত্তসব পুরাতন কুৎসিত ছবি।

পাহাড় চড়ে বসল বুকে, যখন শিখালে আমায়
ভালবেসে পোষালেও বিয়েতে নয়।
হাজারও স্বপ্ন মাটি চাপা পড়ল বুকের কবরে,
চিরতরে।

তুমি হলে সুখী। আর আমি ?
সুখহীন নিরেট পাথরের যান্ত্রিক মানব।

২০৭/০২, ফকিরাপুল, ঢাকা।
২১ ফেব্রুয়ারী ২০১৪

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top