Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মোহ

: | : ১৩/০৩/২০১৪

অজানা মোহ

এলোমেলো,অগোছালো জীবন তার
নেই নিড়ানি,নেই মালী জল ঢালবার,
ধূলা ময়লায় ভরা ,আগাছা ও আছে তথায়
অজান ক্ষনে অবেলায় সখি ঠাঁই নিল সেথায় ।
এসে নাড়া দিল ধূলো মাখা অঙ্গে
সখি নোংরা হলো সখার ও সঙ্গে ।
বাসা বেধেছিল সখার শত চিন্তারা
সখির নাড়ায় মহা খুশি কুচিন্তারা।

আড়ালে থেকে পাখনা বাড়ালে
সখা আলিঙ্গন করে জড়ালে।
রিপুদের ইশারায়
কুচিন্তারদের বন্ধু হল উভয় ।
সখির পরশ কোন এক অজানা ক্ষনে
সখাকে যেন মাতাল করে দেহে মনে ।
সখির করলে- “না” । সখা মানে না,
কেন যেন অবুঝের মতই, শোনে না,
বোধহীন সময়টা কি যে ঝড় বয়ে গেল
সখিও চায় আরো কাছে, অতলে পড়ল ঢলে ।
এমন তুফান গায়ে কালিমা মাখলে উভয়
পাখিগুলো বলে বেড়ায় এপাড়া সেপাড়ায়।
ভাবনা ছিলনা কে কি বলে পাছে
জাত ধর্ম বর্ণ কী আছে ?
এক অজানা মোহ গ্রাস করে
এক মাহাজগতিক আকষর্ণ
নিস্তেজ নিথর দেহ বোধোদয়
লজ্জা ধীরে ধীরে হায় হায় !!
নিন্দুকের ফিসফিসানি লজ্জাকে ঘনিভূত করে
নোংড়া দেহ যেন মন আরও নোংড়া করে
এ মোহ যেন সখা সখির অজানা
কোন ক্ষনে কাকে ধরে নেই জানা। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top