Top today
বেদনার ভালবাসা
তুমি কি আমাকে ভালবাসতে চাও ?
ভালবাসায় সুখ আছে
দুঃখ আছে,
কখন ও কাউকে ভালবাসতে চেওনা
ভালবাসতে চেওনা আমাকেও
ভালবাসার জন্য হাত বাড়াও বেদনার কাছে ।
তুমি আমায় ভালবাসতে চাও ?
ভালবাসায় বেদনা আছে…
ব্যাথা আছে…
কখনও কাউকে ভালবাসতে চেওনা
ভালবাসতে চেওনা আমাকেও
ভালবাসার জন্য হাত বাড়াও বেদনার কাছে ।
আমাকে ভালবাসতে হলে…
দুঃখকে ভালবাসতে হবে
জয় করতে হবে বেদনাকে,
তবেই আমি তোমার কাছে আসবো…
ভালবাসবো…
আর তুমি পাবে আমাকে ।
*********** সমাপ্ত **********
তারিখ : ০২-১২-২০১৩ ইং ।