Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কুমড়োফুলের বড়া

: | : ২০/০৩/২০১৪

দাদু বাড়ি কুমড়ো লতায়, ফুলে ফুলে মেৌ
সকালবেলা কুলো হাতে, তুলছে নতুন বউ

ফুলে-ডালে মসলা বেটে, তেলে ভাজা বড়া
একটুখানি গোলমরিচে, ঝাল দিয়েছে কড়া

বুঝতে তুমি স্বাদ যে কেমন, একটা বড়া খেলে
পাবে কোথায় এমন বড়া, এখানে না এলে

হাপুস-হুপুস, তেলে-ঝালে, জিভে আসে পানি
দেখতে যদি বড়া নিয়ে, কি যে টানাটানি!!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top