Top today
স্বপ্ন তিথি
ছন্দের উঠোনে নাচে বুনো কবুতর ও সাদাবক
বেদুইন অস্থিরতা ঘিরে থাকে সামগ্রিক প্রহর
এ কেমন আবেশের ঘোর সারাবেলা সারাক্ষন!
জলতরঙ্গ ভেঙ্গে ভেঙ্গে খেলা করে ইথারিয় জোনাকিরা
বুকের গোলাপ বনে বাসা বাঁধে রোমাঞ্চিত অনূভুতি।
অস্তিত্বের নীপ শাখে কুহরিত শুক-শারি
উতলা হয় মলিন শোকে।
বোঝাবুঝির অন্ত্যমিল নিয়ে ভাবে না কেউ।
ভাষাহীন সজনে পাতা নৃত্যের তালে শোনায়
আকুতির ধ্বনি। সইহীন রোদেলা বিকেলে
একাকী বসে থাকে পড়শী রাঙ্গা ফুল।
সখীর আঁচলে ওড়ে মনিপুরী স্বপ্ন তিথি।
ক্লান্ত নাবিক ও নায়রী চাঁদ স্বপ্নের আলাপনে মাতে
নিয়তির বিছানায়।
Comments are closed.