Top today
কখনো
আমি কখনো তাঁকে
একজন রক্ত-মাংসের মানুষ রূপেই জানি
আর মানুষ মনে করেই ভালবাসি
আবার কখনো তাঁর মাঝে
তোমার রূপ দেখি
তোমার অনন্ত রূপের ধারা-স্রোত
প্রবাহিত হয় তাঁর সর্বাঙ্গে
আর তখন আমি তাঁকে
তোমাকে মনে করেই ভালবাসি
আবার কখনো আমি
মোটেই তাঁকে দেখতে পাই না
আমার দৃশ্যপট থেকে
তাঁর অস্তিত্বই বিলুপ্ত হয়ে যায়
তাঁর পরিবর্তে
তাঁর স্থলে
তোমাকেই শুধু দেখতে পাই
তখন আমি
তোমাকেই শুধু ভালবাসি।