Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বসন্তের হাত ধরিয়া

: | : ১০/০৪/২০১৪

বসন্তের হাত ধরিয়া

জাফর পাঠান

 

নহে ঝিরি ঝিরি-নহে ফিরি ফিরি, অঝোরে ঝরে,

থরে থরে মুষলধারে।

আসেনি আষাঢ়-আসেনি শ্রাবণ, তবু হয় তমসা,

এ যেন ভরা বর্ষা।

ধুলিময় পানিশূন্য শুস্কতা, যেন হয়ে উঠে জীবন্ত,

যৌবন পায় বসন্ত।

কার্তিক-অগ্রহায়ণ, পৌষ-মাঘে, বৃষ্টির বিমুখতা,

আনে জীর্ণ মলিনতা।

পেরিয়ে বৈশাখ-জ্যৈষ্ঠের কালবৈশাখীর হিংস্রতা,

আসে বসন্তের পূর্ণতা।

জানিনা, কোন অলিখিত চুক্তি বলে ওদের দোস্তি,

কাটে বসন্তের অস্বস্তি।

নহে ভাদ্র-আশ্বিনের উম্মাতাল নৃত্য, ঝড়-তুফান,

বহে প্রশান্তির ঐকতান।

দেখি রিমিঝিমি দু-নয়ন ভরিয়া, শুনি কান পাতিয়া,

পুরো মন ব্যাপীয়া।

ফাল্গুন-চৈত্রের লাবণ্যের সাথে তাল মিলিয়ে ঝরে,

ঝরে অঝোরে ঝরে।

ঝরে ফুলে-ফলে, ঝরে ভূতলে তামাম গা জুড়িয়া,

বসন্তের হাত ধরিয়া।

পাশাপাশি হাটে আর চুটিয়ে হাসে ঋতুরাজ বলিয়া।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top