Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

খামোশ

: | : ০৯/০৪/২০১৪

 

ঝপাঝপ বৃষ্টি

ধমাধম সৃষ্টি

খলনায়ক কেঁড়ে নিল

জনতার দৃষ্টি।

 

তাক ধিনা ধিন নৃত্যের তালে

আমজনতা হেঁসে খেলে 

বলে তাঁরা একী হলো !

ইতিহাস পাল্টে গেল?

 

না না, তা কী করে হয় !

আমজনতার লাগে ভয়

কোথায় আছিস ওগো তোরা

বলিসনা ক্যান থোড়া থোড়া

 

হোচট খেয়ে চেতনারা

অভয় দিয়ে বলে তাঁরা

খামোশ;

আমরাই তো মূলধারা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top