Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বোশেখ

: | : ১০/০৪/২০১৪

BOSEKH

বোশেখ মাসে সূর্য হাসে
শুধু যেন মাথার উপর,
সকাল নেই রাত নেই
যখন তখন শুধু দুপুর ।

রোদের তাপে মানুষ চাপে
গা- ভিজে যায় ঘামে,
গাড়ীর সামনে গাড়ী হাজার
আমি এখন আছি পরে জ্যামে ।

বোশেখ এলো এলো ঝড়
কাঁপে ঘরের টিন- কাঁপে খুঁটি ,
হাজার মানুষ পথে আটকা
যাদের অফিস এখন ছুটি ।

-সমাপ্ত-

সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ১০/০৪/২০১৪ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top