বৈশাখ তুমি অতপর:
বৈশাখ আসে বাংলার ঘরে আনন্দ উচ্ছাসে
মনের গহীনে নব চেতনে অফুরান উল্লাসে।
বৈশাখ মানে বুক ভরা প্রেম হৃদয় ভালবাসা,
মাতাল হাওয়ায় মনের কোনে নতুন সুখের আশা।
বৈশাখ আনে উড়ন্ত পালকে এক ঝলক বৃষ্টি
সবুজ ঘাসের সতেজ প্রাণে সবার কারে দৃষ্টি ।
বৈশাখ এলে বাংলার নারী খোপায় গোজে ফুল
অঙ্গে শাড়ি রঙ্গিন চুড়ি কানে বাহারি দুল।
দুপুর বেলার রান্না ভাতে রাতে মিলায় পানি,
সকাল বেলা সেই ভাতকে পান্তা বলেন নানী।
কুঁড়ের ঘরে মাটির হাড়ি মাটির থালায় ভাত
বৈশাখে মাসে কত মজা ইলিশ পান্তা ভাত।
কাউকে দেখি পান্ত খোঁজে বটতলাতে গিয়ে
ইলিশ মাছের কাঁটা ছাড়ায় কাঁটাচামচ দিয়ে।
তপ্ত রোদে ক্লান্ত হয়ে ঢুকে এসির ঘরে
শাড়ি ছেড়ে সে জন আবার টিশার্ট গায়ে পড়ে।
বটতলার ঐ বাউলগানে একতারটা হাতে
আবার দেখি ডিসকো নাচে গভীর মধ্য রাতে।
বৈশাখ মাসে উষ্মবাতাস শীতল পানে ধায়,
নীলাকাশে মেঘের ঘর্ষণ বজ্রপাত ঘটায়।
বিজলী চমক হঠাৎ আলো ভূবন আলোকময়,
ঝর ঝরিয়ে বৃষ্টি ফোটা শীতল লোকালয়।
গরম ছুটে শীতল পানে মিলন ঘটে যায়,
কোন সে ক্ষণে আপন মনে নয়ন জল গড়ায়।
লাল আভাতে জ্বলে উঠুক মনের প্রদীপ খানি
মিলন হলে বিচ্ছেদ আছে সবাই আমরা জানি।
দুখের পরে সুখ যে আছে দিনের পরে রাত
তখন হবে হৃদকম্পন হাতের মিলন হাত।
বন বনানী বৃক্ষরাজি নতুন পাতা শাখে,
সকল প্রাণে নতুন আমেজ ১লা বৈশাখে।