দু’টি কবিতায় বৈশাখ
এক।
গায়ের রং কালো হবে বাইরে বের হয় না তাই,
সকালের তপ্ত রোদ শরীরে লাগায় না ভাই।
খুব সকালে ঘুম ভাংগে না
গাড়ি ছাড়া বাসে চলেনা।
আজ ১লা বৈশাখ,
কি মজা দেখ !!
ঘুম ভাংগে সকালে,খুব সকালে উঠে
অলস লাগেনা ,গাড়ি ছাড়াই ছোটে ।
আজ প্রাণের দিন, গানের দিন
মনের মাঝে ঢেউয়ের দিন।
বাংলা মায়ের ডাক
আজ ১লা বৈশাখ।
শরীর ঘেমে যাক, ভিঁজে যাক,
পুড়ে যাক গা
ফোসকা পড়ুক দু’পা
আজ হাটবে মাঠে ঘাটে
তাড়া নেই নিজ পাঠে,
বেড়াবে এ গাঁ থেকে ও গাঁ
আজ কিছু বলবে না বাবা-মা ।
দুই ।।
গাছের ছায়া শীতল পরশ লাগাও তোমার অঙ্গে
বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নিও তোমার সঙ্গে ।
ধর্ম, বর্ণ, জাতি গোত্র নাই ভেদাভেদ আজ
একই গানে সুর মেলাতে নেই যে কোন লাজ ।
নতুন পোষাক সবার গায়ে রাখাল কিংবা চাষি
সবার মনে আনন্দ ভরা বাংলার মুখে হাসি ।
একটি দিনে বদলে দিল সকল দৃশ্যপট
ভালবাসার শোনারবাংলার খুলুক সকল জট।
আমরা সবাই এক যে আছি, এক পতাকার তলে
বাংলা মায়ের দামাল সামাল সেই কথাটাই বলে ।