Top today
পুরষ্কারের পুরো টাকা গরীবদের উদ্দেশ্যে দান করার ইচ্ছা পোষণ করছি
মাননীয় সম্পাদ সাহেব,
জুন মাসের সেরা প্রদায়কের মধ্যে আমাকে পুরষ্কৃত করায় আপনাকে ধন্যবাদ। পুরষ্কার পাওয়া বা বিজয়ী হওয়ার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য সাহিত্য চর্চা করা। সাহিত্য চর্চা করতে গিয়ে যদি আমাকে কেউ পুরষ্কৃত করে তা আমি সাদরে গ্রহণ করি। যেহেতু প্রথম মাসে আমি পুরষ্কার পেয়েছি সেহেতু এ মাসের পুরষ্কারের পুরো টাকা গরীবদের উদ্দেশ্যে দান করার ইচ্ছা পোষণ করছি।
বিনীত
লেখক-
আমির হোসেন
গ্রাম: ধরাভাঙ্গা পশ্চিম পাড়া,
ডাকঘর: সলিমগঞ্জ,
উপজেলা:নবীনগর,
জেলা:ব্রাহ্মণবাড়িয়া।