Top today
আমি তার হৃৎকম্পের শব্দ শুনি
আমি তার হৃৎকম্পের শব্দ শুনি
যখন গভীর রাত মেশে গিয়ে পদ্মার বুকে
ঢেউহীন নদী , পালতোলা নৌকার শব্দ
আমি সেই থেমে যাওয়া নদীর বুকে কান পেতে
তার হৃৎকম্পের শব্দ শুনি।
তার হৃৎকম্পের শব্দে আমি পাশ ফিরি
যেন সব ঘুম ছুটে যায় চোখ থেকে
বড় বেশি জোরে – যেন কিছু বলার ছিল
আমি শোনার চেষ্টা করি , নিশাচরের মতন
সবশেষে এলোমেলো ভাষা
আমার অনুযোগহীন স্বীকারের ব্যর্থতা
এই শব্দ কি শেষ পর্যন্ত আমাকে ঘুমাতে দেবে?
আমি ঠিক জানিনা আবার
জানলেও ঠিক মানতে চাই না- শতাব্দীর পর শতাব্দী এই অনুভূতি
আমার নিউরন গুলোকে বড় দুর্বল করে দেয় ।