Top today
আমার স্বপ্নের বাড়ি
আমি স্বপ্ন দেখি আমার একটি বাড়ি হবে
শহর থেকে একটু দূরে,
যেখানে থাকবে না কোন কোলাহল
শান্তিতে ফিরতে পারবো ঘরে।
বাড়ীর সামনে হবে পুকুর
করব মাছের চাষ,
চারপাশে থাকবে
লতাপাতা আর ঘাস।
এই বাড়ির মধ্যে আমি
কাটাব বার মাস,
এই বাড়িতেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে
হয়ে যাব আমি লাশ।
স্ত্রীর প্রতি অনুরোধ এই বাড়িতেই দিও
আমার দাফন কাফন,
কবরের পাশে করিও
ফুলের কানন।
ফুলের সুবাস যেন নিতে পারি
মরনের পরে,
থাকতে চাইনা আমি
তোমার কাছ থেকে দূরে।
[এ কবিতাটি অন্য কোথাও প্রকাশ হয়নি।]