Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বনলতা সেনের খোঁজে

: | : ২৯/০৬/২০১৩

নাটোরের বনলতা সেনকে চেনেন না এমন মানুষ এই দেশে খুঁজে পাওয়া দুষ্কর । তার রুপের প্রেমে পরেনি এমন মানুষও কম আছে । অন্তত আমার ক্ষেত্রে তো তাই । এ এমন একজন নারীর রুপ বর্ণনা করা হয়েছে । যার দিকে তাকালে সকল ক্লান্তি দূর হয়ে যায় । তবে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে কে এই নারী যার রুপের জাদুতে পরে জীবনানন্দ দাস এমন কবিতা বানিয়ে ফেললেন যা পড়েই মনের মাঝে ছবি আঁকা হয়ে যায় ।

কে এই রহস্যময়ই এবং সুন্দরী  নারী তা নিয়ে মতভেদ রয়েছে । তবে যে কয়টি ধারণা প্রচলিত আছে সেগুলো তুলে ধরলাম ।

জমিদার তারাপ্রসাদের ম্যানেজারের সুন্দরী বিধবা বোনের নাম ছিল বনলতা সেন । কবি সে সময় শুকুল জমিদারের আমন্ত্রণে নাটরে এসে এই মেয়েটির সাথে পরিচিত হন । এই সময় তিনি যে কজন সুন্দরী রমণী দেখেছিলেন তার মধ্য একজনকে খুব ভালো লেগেছিল । ভালো লাগা সেই নারীকে ছদ্ম নাম দিয়ে তিনি তাকে উৎসর্গ করে কবিতা লেখেন কবি ।

আরও একটি ধারণা প্রচলিত আছে । তা হলো কবি একবার ট্রেনে করে দার্জিলিং যাওয়ার পথে নাটোর ষ্টেশনে সহযাত্রী ভুবন সেন এবং এক অপরুপা রমণীর সাথে পরিচিত হন । সারা পথ কবি তাদের সাথে আলাপ করেই কাটান । ধারণা করা হয় এই মেয়েটিই কবির কবিতার বনলতা সেন।

 

পরিশেষে বলি এই মেয়েটির প্রেমে পরা বিপদজনক হইতে পারে !

 

 

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top