চলন্তিকার মান উন্নয়নে আমার কিছু প্রস্তাব
মাননীয় সম্পাদ সাহেব, আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখছি চলন্তিকাকে প্রানবন্ত করার জন্য আজ থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন। তার মধ্যে ৭টি ক্যাটাগরিতে লেখকদেরকে পুরষ্কৃত করা হবে। যার যে ক্যাটাগরিতে লেখতে ইচ্ছা হয় সে সেই ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে। অযৌক্তিক মন্তব্য করলে ৫ পয়েন্ট কর্তন করা হবে। বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কর্তন করা হবে। এক দুই শব্দে একই মন্তব্য বার বার করলে তার মন্তব্য মুছে দেয়া হবে। আমি মনে করি উপরোক্ত পদক্ষেপগুলো অবশ্যই চলন্তিকার মান উন্নয়নে অত্যান্ত সহায়ক হবে। তবে উপরোক্ত পদক্ষেপগুলোর পাশাপাশি যদি আমার কিছু প্রস্তাব মাননীয় সম্পাদক সাহেব গ্রহণ করেন তাহলে আমি মনে করব চলন্তিকার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। নিম্নে আমার প্রস্তাবগুলো দেওয়া হলো।
১.আমরা ইতিমধ্যে লক্ষ করেছি আমাদের প্রতিটি লেখার শুরুতে এবং মাঝখানে বিজ্ঞাপন দেয়া হচ্ছে যা লেখার সৌন্দর্য নষ্ট করছে বলে আমি মনে করি। লেখার মাঝখানে বিজ্ঞাপন না দিয়ে অন্য কোথাও বিজ্ঞাপন দিলে আশা করি লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পাঠক-পাঠিকারাও লেখা পড়ে মজা পাবে।
২.হোম পেইজের লগো প্রতি মাসে অনন্ত একবার পরিবর্তন করলে ভাল হয়। আর এই লগোর ডিজাইনার হবে চলন্তিকার সকল রেজিস্টশনকৃত ব্লগাররা। তাদের মাঝখান থেকে একজনের একটি ডিজাইন নির্বাচন করে হোম পেইজে দেওয়া হবে এবং ডিজাইনের একপাশে সংশ্লিষ্ট ব্লগারের নাম লেখা থাকবে। এভাবে প্রতি মাসে একটি করে ১২ মাসে ১২জন ডিজাইনারকে আমরা খুঁজে পাব। তাদের মাঝখান থেকে বছরের শেষে তিনজন সেরা ডিজাইনারকে পুর®কৃত করলে আমি মনে করি সেরা লেখকের পাশাপাশি সেরা ডিজাইনারও তৈরী করতে পারবেন।
৩.সাহিত্য পদক ২০১৬ সালের পরিবর্তে ২০১৫ সালে করা হউক। কারণ এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। আর এতো দিন পর্যন্ত কোন লেখকের মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে।
৪.প্রোফাইলে ছবি আপলোড করার অপশনটা আরো সহজ করলে ভাল হয়। আমি অনেক ব্লগে লেখালেখি করেছি। সব বগ্লেই ছবি আপলোড করতে পেরেছি কিন্তু চলন্তিকায় এসে ব্যর্থ হলাম।
৫.সকল ধরনের পুষ্কার ফেক্সিলোডের পরিবর্তে বই অথবা শিক্ষা সংক্রান্ত অন্য কোন উপকরণ, ক্রেস্ট প্রদান করলে ভাল হয়। কারণ কাউকে টাকা দিয়ে পুর®কৃত করা যায় না। টাকা দিয়ে তার শ্রমের মূল্য দেয়া যায়।
৬.আমি কিছুদিন যাবত লক্ষ করে দেখছি চলন্তিকায় নামে বেনামে কিছু আইডি খোলা হচ্ছে এবং ইংরেজিতে পোস্ট দিচ্ছে। পোস্টের সাথে অশ্লীল লিং সংযোগ করছে। এতে করে চলন্তিকার পরিবেশ নষ্ট হচ্ছে। অনেকে আবার একই নামে দুটো আইডি খুলছে। এ ধরনের ভুয়া ও দ্বৈত আইডি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি। তা না হলে অচিরে এ বগ্লটি অসাধু লোকের খপ্পরে পড়বে।
৭.যেসব লেখকরা একগুয়েমী মনোভাব নিয়ে বার বার অবোধ শিশুর মতো অন্যের নামে নালিশ করে চলন্তিকার পরিবেশ নষ্ট করতে চায় তাদেরকে সংশোধন হওয়ার জন্য সর্তকতা নোটিশ প্রদান করিলে আশা করি সবার জন্য ভাল হবে।
৮.প্রতিটি পোস্টের সাথে তারিখের পাশাপাশি সময় উল্লেখ থাকলে খুবই ভাল হয়। তাহলে প্রতিটা লেখক তার পোস্টটি কত তারিখে কোন সময়ে পোস্ট করেছে তা জানতে পারবে।
৯.প্রতিটি লেখক যাতে মন্তব্য ঘরে সরাসরি বাংলায় মন্তব্য করতে পারে সে ব্যবস্থা করলে ইংরেজি মন্তব্য করা দুর হবে।
১০.নারী লেখকদের উপস্থিতি কম। নারী লেখকদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলে চলন্তিকা আরো প্রানবন্ত হবে।
১১.পোস্টের সাথে প্রথম পেইজে লেখা সংশ্লিষ্ট ছবি আপলোড করার ব্যবস্থা করলে চলন্তিকার প্রথম পেইজ আরো আকর্ষনীয় হবে।
১২.পোস্টের লেখার ফন্ট আরো একটু বড় হলে দেখতেও সুন্দর লাগবে, পড়েও সবাই আরাম পাবে।
১৩.চলন্তিকার রেজিস্টশনকৃত লেখকদেরকে খুজে বের করার জন্য সার্চবার সংযোজন করলে ভাল হয়। কারণ যতই দিন যাবে ততই লেখক সংখ্যা বাড়তে থাকবে। প্রয়োজনে পছন্দের লেখকের লেখা পড়তে চাইলে বা তাঁর সর্ম্পকে জানতে চাইলে তাকে যাতে সহজে খুজে বের করা গেলে সবার জন্য ভাল হবে।
১৪.মাসিক পুরষ্কার গুলো মাসের শেষদিন ঘোষণা করলে ভাল হয়। আর বার্ষিক পুরষ্কারগুলো বৎসরের শেষ দিন ঘোষণা করলে ভাল।
১৫.বগ্লারদের ই-মেইলে তথ্য না পাঠিয়ে ‘সম্পাদকীয় কলাম’ নামে প্রতিদিন সম্পাদক মহোদয় বগ্লের সমস্যা, বিভিন্ন বগ্লারদের প্রশ্নের জবাব, চলমান কোন ঘটনা ইত্যাদি নিয়মিত লিখলে সবার জন্য মঙ্গল হয়। এতে করে সবাই প্রতিদিন চলন্তিকার আবডেট খবর জানতে পারবে। কারণ ই-মেইল অনেকেই নিয়মিত খোলে না। আবার অনেকের ই-মেইলে সমস্যা থাকতে পারে। যেমন আমি বিগত পনের দিন যাবত আমার ই-মেইল ওপেন করতে পারছি না। চলন্তিকা থেকে বেশ কিছু ই-মেইল আসছে তা এখনও পড়তে পারছি না।
১৬.মাননীয় সম্পাদক সাহেবের ছবি এবং নাম থাকলে সবার জন্য ভাল হয়।
১৭.২৭ জুন একবার সবার পয়েন্ট ০ করলেন এখন আবার আজ সবার পয়েণ্ট ০ কেন? যথাযথ জবাব চাই। এমন নীতি পরিহার না করলে অচিরেই এ বগ্ল ছেড়ে অনেকেই চলে যাবে বলে আমার বিশ্বাস। পয়েন্ট ০ করার জন্য নির্দিষ্ট একটি দিন চাই।
অতএব আশা করি আমার প্রস্তাব গুলো সম্পদক মহোদয় আমলে নিলে চলন্তিকার সৌন্দর্য বৃদ্ধি পবে। পাশাপাশি পাঠক সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাবে।