Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মশা আর মাছি

: | : ০১/০৭/২০১৩

দিনের বেলা মাছি আর
রাতে ভীষণ মশা
সাধ্য আছে আরাম করে
একটু কোথাও বসা!

মাছি করে ভন্ ভন্
মশা প্যান প্যান
মশা-মাছি তাড়াতে
ছেড়ে দিলাম ফ্যান

ফ্যানের হাওয়া খেয়ে
মশা আর মাছি
বলে ওঠে ‘থ্যাংক ইউ
খুব ভাল আছি।’

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top