Top today
মশা আর মাছি
দিনের বেলা মাছি আর
রাতে ভীষণ মশা
সাধ্য আছে আরাম করে
একটু কোথাও বসা!
মাছি করে ভন্ ভন্
মশা প্যান প্যান
মশা-মাছি তাড়াতে
ছেড়ে দিলাম ফ্যান
ফ্যানের হাওয়া খেয়ে
মশা আর মাছি
বলে ওঠে ‘থ্যাংক ইউ
খুব ভাল আছি।’
দিনের বেলা মাছি আর
রাতে ভীষণ মশা
সাধ্য আছে আরাম করে
একটু কোথাও বসা!
মাছি করে ভন্ ভন্
মশা প্যান প্যান
মশা-মাছি তাড়াতে
ছেড়ে দিলাম ফ্যান
ফ্যানের হাওয়া খেয়ে
মশা আর মাছি
বলে ওঠে ‘থ্যাংক ইউ
খুব ভাল আছি।’