Top today
কিছু মনের কথা
তোমার মেহেদী পড়া হাত আমি অনেক পছন্দ করি,
তখনই করি যখন সে হাত আমার হাতে থাকে,
আমি খুবই স্পর্শ কাতর মানুষ, তুমি শুধু আমার,
একটা পলক ও অন্য কারো নও।
শুধু আমার।
শুধু আমার।
তোমার মেহেদী পড়া হাত আমি অনেক পছন্দ করি,
তখনই করি যখন সে হাত আমার হাতে থাকে,
আমি খুবই স্পর্শ কাতর মানুষ, তুমি শুধু আমার,
একটা পলক ও অন্য কারো নও।
শুধু আমার।
শুধু আমার।