Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কিছু অনিয়ম!

: | : ০২/০৭/২০১৩

মাননীয় সম্পাদক সাহেব গতকাল থেকে নতুন নিয়মে চলন্তিকা যাত্রা শুরু করল। সেই নিয়ম মানতে গিয়ে একটার বেশি পোস্ট আমি করতে পারিনি। কিন্তু আমার চোখে কিছু অনিয়ম ধরা পড়ল। যেমন- প্রথম দিনই দুইজন লেখকের প্রথম পাতাতে একাধিক পোস্ট লক্ষ্য করলাম। সম্পাদক মহোদয়কে এ ব্যাপারে নীরব থাকতে দেখলাম। এ ব্যাপারে যথাযথ জবাব চাই। আর একটি অনিয়ম হলো গত মাসের ‘আলোচিত লেখা (৩০ দিন)’ এখনও রিমুভ করা হয়নি। যার কারনে এ মাসের আলোচিত লেখা এখানে স্থান পাচ্ছে না। এ ব্যাপারে সম্পদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top