Top today
কিছু অনিয়ম!
মাননীয় সম্পাদক সাহেব গতকাল থেকে নতুন নিয়মে চলন্তিকা যাত্রা শুরু করল। সেই নিয়ম মানতে গিয়ে একটার বেশি পোস্ট আমি করতে পারিনি। কিন্তু আমার চোখে কিছু অনিয়ম ধরা পড়ল। যেমন- প্রথম দিনই দুইজন লেখকের প্রথম পাতাতে একাধিক পোস্ট লক্ষ্য করলাম। সম্পাদক মহোদয়কে এ ব্যাপারে নীরব থাকতে দেখলাম। এ ব্যাপারে যথাযথ জবাব চাই। আর একটি অনিয়ম হলো গত মাসের ‘আলোচিত লেখা (৩০ দিন)’ এখনও রিমুভ করা হয়নি। যার কারনে এ মাসের আলোচিত লেখা এখানে স্থান পাচ্ছে না। এ ব্যাপারে সম্পদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।