Top today
ছড়া
ওরে মশা পাঁজি মশা
দেখিয়ে দিতাম গায়ে বসা,
গায়ে যদি থাকত বল
এক চড়েতে তুলতাম ছাল।
ওরে মশা দুরে যা
বাঁচতে চাইলে রক্ত বাদে পানি খা,
চোখে তো তুই দেখিস না
তুই তো বেটা কানা পাঁজি ছানা ।
ওরে মশা পাঁজি মশা
দেখিয়ে দিতাম গায়ে বসা,
গায়ে যদি থাকত বল
এক চড়েতে তুলতাম ছাল।
ওরে মশা দুরে যা
বাঁচতে চাইলে রক্ত বাদে পানি খা,
চোখে তো তুই দেখিস না
তুই তো বেটা কানা পাঁজি ছানা ।