Top today
পাত্র পেলাম …
পাত্র পেলাম পাত্র চেয়ে, বিড়ালছানার জন্য
একটা দেখি ডাকাত মতন, একটা সোজা বণ্য
একটা থাকে ডালে-পাতায়, একটা করে চুরি
একটা ঘুরে শহর-গ্রামে, সঙ্গে নিয়ে ছুরি
একটা দেখি আটুল-বাটুল, দেখতে লাগে ভূত
একটা মুখে ভ্যাংচি কাটে, তাকায় কুতুর কুত
একটা দেখি লেঞ্জা মোটা, মস্ত ওলা বিলাই
ক্যামনে আমার ছানার জন্য, পাত্র ভালো মিলাই
দাও না খুঁজে তোমরা আমায়, একটা ভালো পাত্র
বিড়ালছানা কেঁদে মরে, সকাল-বিকেল-রাত্র