Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সম্পাদক বরাবর কিছু প্রশ্ন

: | : ০৫/০৭/২০১৩

নতুন ব্লগ, নতুন ব্লগাররা তাই সম্পাদক বরাবর জিজ্ঞাসাও অনেক। অনেকে নতুন এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমস্যার সমাধান না পেয়ে সম্পাদকের সহযোগিতা চাচ্ছেন। অনেককে দেখেছি বিভিন্ন পোস্টে সম্পাদককে উদ্দেশ্য করে প্রশ্ন করেন কিন্তু তিনি হয়তো সময় করে ঐ পোস্টে ভ্রমণ করেন না বিধায় সংশ্লিষ্ট লেখক তার প্রশ্নের উত্তর পান না। নতুন ব্লগ ও নতুন ব্লগার হিসেবে কিছু কিছু প্রশ্ন আমার মনেও উঁকি দেয় কিন্তু উত্তর খুঁজে পাই না। তাই যদি সম্পাদক সাহেব বিরক্তবোধ না করেন তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিলে আমার যেমন উপকারে আসবে, তেমন অন্যদেরও উপকারে আসবে। যেহেতু চলন্তিকা ব্লগটি নতুন তাই সবার মনে প্রশ্ন উদয় হওয়াটাই স্বাভাবিক। এমন এক সময় আসবে যখন এই ব্লগটিতে নতুন প্রবেশ করে কেউ কাউকে প্রশ্ন করে উত্তর খুঁজতে হবে না। তারা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর বিভিন্ন লেখা থেকে খুঁজে বের করে নিবে। নিম্নে কিছু প্রশ্ন দেয়া হলো।
১.চিরায়িত বিভাগে আমাদের সহ সম্পাদক সাহেব বেশ কিছু কবিতা, ছড়া ও গল্প লিখেছেন। যে লেখাগুলো তিনি লিখে ফেলছেন সেগুলো অন্যরা আবার পুনরায় লিখতে পারবে কিনা?
২.চিরায়তি বিভাগে নবীন কোন লেখক বা জীবিত নামীদামী কোন লেখকের লেখা প্রকাশ করা যাবে কিনা?
৩.http://en.gravatar.com/ মাধ্যমে একবার প্রোফাইলে ছবি আপলোড করার পর পুনরায় ছবি আপলোড করা যাবে কিনা?
৪.নিজের প্রোফাইলে নিজের ছবির পরিবর্তে অন্য কারো বা অন্যকোন ছবি দেয়া যাবে কিনা?
৫.কোন ব্যক্তি তার নিজের পোস্টে প্রথমে মন্তব্য করতে পারবে কিনা?
৬.কোন লেখকের সাথে যদি কারো ব্যক্তিগত পরিচয় থাকে তাহলে কৌশল বিনিময় করতে পারবে কিনা?
৭.উদ্যোগ বিভাগে আমরা কিভাবে কোন ধরনের উদ্যোগ নিতে পারবো?
৮.কোন একটা বিষয়ের উপর ধারাবাহিক ভাবে সিরিজ প্রকাশ করা যাবে কিনা?
৯.Alexa.com এ গিয়ে কিভাবে কমেন্ট করব? বিস্তারিত জানতে চাই।
১০.Alexa ranking বলতে কি বুঝায়?
১১.ই-বুক পত্রিকা গুলো কোথায় প্রকাশ করা হবে?
১২.হরর গল্প বলতে কি বুঝি?

[বি:দ্র: বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার জানা আছে। শুধু মাত্র যারা জানে না তাদের উদ্দেশ্য আমার এ প্রশ্নগুলোর উত্তর দিলে সবাই উপকৃত হবে। আর ব্লগার ভাই ও বোনেরা আপনাদের যদি এছাড়াও আরো কিছু জানার থাকে তাহলে এই পোস্টের মাধ্যমে মন্তব্যের ঘরে প্রশ্ন করবেন। আমার জানা থাকলে আমি উত্তর দিব। অন্যথায় সম্পাদক সাহেবের সহযোগিতা নিব।]

দৃষ্টি আকর্ষন! মাননীয় সম্পাদক সাহেব আপনার প্রতি আমার বিনীত আবেদন আপনি আমার এই লেখাটি কিছুদিন পর পর স্টিকি করে করে রাখবেন। এতে করে নতুন যারা এ বগ্লে আসবে তারা উক্ত প্রশ্নগুলোর উত্তর জানতে পারবে এবং তাদের মনে নতুন কোন প্রশ্নের উদয় হলে মন্তব্যের ঘরে প্রশ্ন করবে। আমাদের মধ্যে যারা জানে উত্তর দিবে আর না জানলে আপনার সাহায্য নিব।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top