Top today
নিশি কাব্য
আজ নিশিতে মোর চৌকিতে হইছে ভূ-কম্প
দশ দিগন্তের সর্বস্তরে বইছে সেই আতংক,
আসমান ভরা তারাগুলো পেল ভীষণ ভয়
কম্পনেতে খঁসে পড়ে না জানি কী হয় !
মেঘগুলির গতিবেগ ছিল হিসেবহীন
এলোমেলো ছুটছে বাতাস যেন দিশেহীন
চাতকের কাতর চক্ষু দিলো ভয়ের সাক্ষী
চন্দ্র ছিল পলায়নে নীড়ে সকল পক্ষি ।
গরম শ্বাসের চরম ত্রাসে চূর্ণ নীলাভূমি
অবুঝ বনে সবুজ গাছের বন্ধ কানাকানি
সাগরেতে জলোচ্ছাসে পাহাড়সম ঢেউ
সব কিছু আমরাই জানি জানে আর কেউ ।