Today 15 Dec 2025
Top today
Welcome to cholontika

উইন্ডোজের ড্রাইভার গুলো সংরক্ষণ করুনঃ

: | : ০৭/০৭/২০১৩

উইন্ডোজের ড্রাইভার গুলো সংরক্ষণ করুনঃ-

কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ সেটআপ দিলে ব্যবহৃত প্রয়োজনীয় সব সফটওয়্যার নতুন করে ইন্সটল করতে হয়। ‘ডাবল ড্রাইভার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই ঝামেলা এড়াতে পারেন। মাত্র ২.০৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি পাবেন:

http://sopnojatra.blogspot.com/2010/08/backup-software-double-driver.html

ঠিকানায়। ডাউনলোড করে ইন্সটল করুন। সফটওয়্যারটি চালু করে backup/scan current system বাটনে ক্লিক করলে কম্পিউটারের সব ড্রাইভারের তালিকা দেখা যাবে এবং কম্পিউটারে যুক্ত হার্ডওয়্যারের বিভিন্ন ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে থাকবে। এখান থেকে backup now বাটনে ক্লিক করে destination দেখিয়ে দিন ড্রাইভার গুলো কোথায় সংরক্ষণ হবে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top