অবাক বিস্ময়
‘আজব কথা তো
চুমু খেলে নাকি গ্যাস্টিক হয়
কি ভয়ানক কথা’
হা হা হা!
এ কথা শুনে চমকে উঠে সবাই
কি ভয়ানক কথা!
কিন্তু ঘুষ খেলে চমকে উঠি না,
বা চমকে উঠি না এক কোটি থেকে
কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হলেও।
অথবা প্রতিদিন কতশত ধর্ষনের খবর পড়েও
চমকে উঠি না আমরা। সবই স্বাভাবিক আমাদের কাছে।
হঠাৎ দালান ভেঙ্গে কয়েক হাজার মানুষ মরল,
বা মধ্য প্রাচ্যে জনগনের বুকে বিধল বসন্তের কাঁটা।
এ সব বিষয় আমাদের কাছে স্বাভাবিক।
হা হা হা! এসব শুনে আমারা চমকাই না।
গনতন্ত্র নতুন যুদ্ধের পরিকল্পনা করল। আর প্রজাতন্ত্র
কেনা শুরু করল অস্র।
এসবে চমকানোর কি?
অবিনশ্বর দুনিয়ার নশ্বর
প্রানী আমরা। কেন চমকাবো যুদ্ধে।
অসহায় নারীর ক্রন্দন শুনে কেন চমকাবো,
এতো স্বাভাবিকই, এসব ঘটে নিয়মিতই, ঘটবেও।
আর চিরকাল তো অসহায়রাই মার খাবে এ আর নতুন কি।
শান্তির নামে মানুষ মারা, আর ধর্মের নামে যুদ্ধ এসব কি ভয়ঙ্কর
কিন্তু আমরা ভীত নই। না আছে এসবে আমাদের কোন বিস্ময়।
আমরা মেনে নিয়েছি এসব, তৃতীয় বিশ্ব যুদ্ধ করবেই, তারা ড্রন হামলা করবেই।
কিন্তু আমাদের ঘোর কাটবে না। আমরা চমকাবো না, যেমন মেনে নিয়েছি ধর্ম
আছে থাকবে, তেমনি থাকবে যুদ্ধ, ধর্শন, দূর্নীতি, অত্যাচার, এমন কি ড্রন হামলাও।
০৭.০৭.১৩, ঢাকা।