Top today
নগণ্য পথিক
আমি নই মহামান্য বরেণ্য কেউ
জনসমুদ্রের নগণ্য এক ঢেউ,
তবু আমার আগমনে পৃথিবীর কেউ হেসে ছিল ঠিক
আনন্দ জোয়ারে ভেসে ছিল চারিদিক ।
আজি আনন্দের দাম আকাশচুম্বি
তাই তো আমি বেদনার মহাসঙ্গি,
পথের মতো ছুটে চলছি আমি ক্লান্তিহীন বিরামহীন
জানি না কোথায় আমার গন্তব্য, কে আমার প্রিয় ?
দুঃখের নিচে চাপা পড়ে আজ জীবনের ভার অনুমেয় ।
অনুমতি নিয়ে পৃথিবীতে এসে, অনুমতিহীন যাব চলে
আমার বিদায়ে হয়ত কেউ কাঁদবে দু’দিন
তৃতীয় দিনেই সব যাবে ভুলে,
তবুও আমার কেন এত সাধ ? দখল করতে চাই
রাজার আসন, প্রজার দোকান পাঠ !ভুলে যাই
সাঙ্গ হবে সব রঙলীলা যবে সবল অঙ্গ হয়ে যাবে কাঁত্ ।