Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অবাক করা মজার তথ্য!!!

: | : ০৯/০৭/২০১৩

যুক্তরাজ্যে যতগুলো টেলিভিশন আছে জাপানে ততগুলো মানুষও নাই।
আমেরিকার গাড়ির সংখ্যার চেয়ে ভারতে গরুর সংখ্যা বেশি।
প্রতিবছর পাইরেসি করে প্রায় ৪০ বিলিয়নগান ডাউনলোড করা হয়, যা ওই বছর রিলিজকৃত মোট গানের প্রায় ৯০ শতাংশ।
হারমোনিকা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত সংগীতযন্ত্র।
বিশ্ব সংগীতবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের দখল প্রায় ৩১ দশমিক শতাংশ।
বিশ্ব সংগীতবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের দখল প্রায় ৩১ দশমিক শতাংশ।
যাদের ১০টির বেশি টিশার্ট আছে, তাদের ৭০ শতাংশ পুরুষ।
সবচেয়ে বেশি চুয়িংগাম প্রস্তুত হয় তুরস্কে। সে দেশে প্রায় ৬০টি চুয়িংগাম প্রস্তুতকারী কারখানা আছে।
এখন অধিকাংশ চিকিৎসক রোগীদের সুগার ফ্রি বা চিনি ছাড়া চুয়িংগাম চিবোনোর পরামর্শ দেন
বিশ্বের সবচেয়ে পুরোনো চুয়িংগাম নয় হাজার বছর আগে বানানো হয়েছিল।
☞ 1685 সালে ফ্রান্স মুদ্রা হিসেবে তাস (playing cards) ব্যবহার করে। এর প্রধান এবং একমাত্র কারন ছিলো পর্যাপ্ত কয়েন না থাকা

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top