Top today
একি শূন্য দিয়ে শূন্যকে ভাগ
আমার হৃদপিন্ডে এখন আর রক্ত নেই; শুধুই আগুন।
শিরাতন্ত্র রক্তের পরিবর্তে প্রবাহিত করে রক্ত-পেট্রোল;
তাই ধমনী দ্বারা সারা দেহে ছড়িয়ে পরে অগ্নি জ্বলজ্বল।
পুড়ছে প্রতি অঙ্গ, জিহবায় পাই গলিত মগজের স্বাদ।
আমার হৃদপিন্ডে এখন আর রক্ত নেই; শুধুই আগুন।
শরীর কাটলে রক্ত নেই, চারদিকে ছড়ায় অগ্নি ফুলকি,
পুড়ে, পুড়ায়; প্রেম-নারী-তারার রহস্যে বিধাতার ছল কী?
একি শূন্য দিয়ে শূন্যকে ভাগ; অনন্তের পথের প্রতিবাদ!
আমার হৃদপিন্ডে এখন আর রক্ত নেই; শুধুই আগুন।
জ্বলে পুড়ে হবো একদিন আগুনের রঙে রঙিন ফাগুন।
১৭-১১-১২, ঢাকা।