Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী- পর্ব: ২

: | : ১৩/০৭/২০১৩

    যে রাসূলের হুকুম মান্য করবে সে আল্লাহ্’রই হুকুম মান্য করল।” (সূরা আন-নিসা: ৮০)
    অবশ্যই আমি তোমাদেরকে পরীা করব কিছুটা ভয়, ুধা, মাল ও জানের তি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবকারীদের।(আল কুরআন: সূরা আল বাক্বারাহ: ১৫৫)।
    উমর ইবনে খাতাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেণ, “তোমাদের মধ্যে যে কোউ সুন্দর করে অযু ক’রে বলে, আশহাদু আন লা-ইলাহা ইল্লাল্লাহু অ আন্না মুহাম্মাদান আ’বদুহু অ রাসুলুহু’। তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে’। (মুসলিম শরীফ)।
    ‘‘যে ব্যক্তি দিনে একশবার বলবে: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ’ তার গুনাহগুলো মুছে দেয়া হবে যদিও তা সাগরের ফেনা বরাবর হয়” (সহীহ বুখারী)।
    মুনাফিকের আলামত তিনটি। ১। মিথ্যা কথা বল; ২। ওয়াদা ভঙ্গ করা; ৩। আমানতের খিয়ানত করা।
    ‘‘মাপে পূর্ণ মাত্রায় দাও আর যারা মাপে কম দেয় তাদের অন্তর্বুক্ত হয়ো না। সঠিক দা*ড়িপাল্লায় ওজন করবে। মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিরবে না। পরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী বংশাবলীকে সৃষ্টি করেছেন।” (সূরা  আশ-শু’আরা ১৮১-১৮৪)।
    ‘‘হে ঈমানদারগণ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় কর আর সাবধান, মুসলমান না হয়ে মৃত্যু বরন করো না।” (আলে ইমরান: ১০২)।
    যে ব্যক্তি অলসতা করে তিন জুমআ পরিত্যাগ করবে আল্লাহ্ তার অন্তরে মোহর মেরে দিবেন। (জামে আত-তিরমিজি)।
    রাসুল (স:) বলেছেন- যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তা’য়ালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন। –আল-হাদীস (মুসলিম)
    শয়তান ঐ খাবারকে নিজের জন্য হালাল মনে করে যার শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি।”

চলবে . . . . .

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top