Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

শীতলবালির মাঝে ধুধু নিঃঅন্তর

: | : ১৩/০৭/২০১৩

====================

পদ্মার ‘টি’ বাঁধ নয়-নয় কোরতায়ার

নারুলী ব্রিজ-ঐ যমুনার ঝিকমিক বালুচর

কত দেখেছি- খেলেছি বুক বরাবর-

শীতলবালির মাঝে যেন ধুধু (অন্তরহীন)নিঃঅন্তর-

এক দীর্ঘনিঃশ্বাস- মাঝে মধ্যে বয়ে যেত

শনশান আওয়াজে ভাঙ্গন তুলে কি ভয়-

কৃষ্ণচূড়া ফুটা সকালে- পূর্বালী নীল স্রোত।

বালুচর তোরছিল ধুধু(অন্তরহীন)নিঃঅন্তর।

কিনারায় ছিল ঘোন সবুজের কাঁশবন

সাদা সাদা ফুলে দিয়ে যেত শিহরণ-

হরিণী আঁখির মত- দৃষ্টিপাত করেনি

উড়ে যায় গাংচিল-হৃদয় পাঁজরে বসেছিল

চুমুকে স্পর্শ ছোঁয়া-কমল ঠোঁটের নিশান-

তাতেই যেন বড় বড় ঢেউ তুলা গর্জন

ক্লান্তি দেহে গাংচিল খুঁজেছে ঘামহীন অন্তর।

তারা খেয়ে-কেন বার বার ফিরে আসা

বুঝেনি যমুনা- খরা রোদ্রে পুড়ে যাওয়া

লম্বা ডানায় উড়াল দিবার নাই সান্ত্বনা

অভয় জলে ডুব দিয়ে যাই বার বার

এটাই যেন তার-একটু সুখ খুঁজে পাওয়া

তাতেই বুঝি বদলাও মৌসুমী মৃদু হাওয়া-

আজো দেখি খাঁখাঁ করছে তোর নিঃঅন্তর।

 

লেখার তারিখঃ ০৫/০৭/২০১২

====================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top