Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবন নদীতে খরা

: | : ১৩/০৭/২০১৩

জীবন তরী ছেড়ে দিলাম সুখেরি তালাসে
তরী আমার ভিড়ল গিয়ে দুঃখেরি দেশে,
সুখের সাথে পাঞ্জা তাই দুঃখের সাথে দোস্তি
দুঃখ আবার কেঁড়ে নিলো এই জীবনের স্বস্তি I

জীবন নদীতে খরা নেমেছে শুকিয়ে গেছে জল
আলোর পিছে ঘুরতে ঘুরতে অন্ধকারেই তল,
পথের মাঝে পথ হারিয়ে করে গেছি ভুল
একূল ওকূল সব হারিয়ে হয়েছি ব্যাকুল
এখন রাত হারায় না দিনে আমার
দিন হারায় না রাতে
মরিতে ভয় লাগে ঘৃণা করে বাঁচতে I

সূর্য্য আজ কিরণ ছড়ায় না হিয়ারও গগণে
চন্দ্রও বুঝি পালিয়েছে মোর করুণ কাহিনী শুনে,
ভূবণ আজ দেখছে আমায় ইর্ষার দৃষ্টিতে
আমি যেন শুরুতেই পাপি স্রষ্টার সৃষ্টিতে I

 

(2012 বই মেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ জীবন নদীতে খরা থেকে)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top